শেরপুর প্রতিনিধি : শেরপুরে বন্যার পানিতে ডুবে মেরিনা বেগম (৮) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ১ সেপ্টেম্বর সোমবার বিকেলে ৪ টার দিকে সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের মধ্য চরখারচর চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের হানিফ মিয়ার মেয়ে এবং চরখারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী।

শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম জানান, বাড়ির চারিদিকে বন্যার পানি উঠায় সোমবার বিকেলে বাড়ির আঙিনায় খেলার একপর্যায়ে শিশু মেরিনা পানিতে পড়ে মারা যায়। অনেক খোঁজাখুঁজির পাশের একটি খাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

উল্লেখ্য, শেরপুরে চলতি বন্যায় এনিয়ে গত তিনদিনে ২ শিশুসহ ৪ জন নিহত হয়।

(এইচবি/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৪)