স্টাফ রিপোর্টার : অনুমতি না নিয়ে দীর্ঘদিন বিদেশে অবস্থান করায় বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য তালুকদার মোহাম্মদ ইউনুসের সম্পুরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

জোবাইদার বরখাস্তের খবরটি হাসতে হাসতে সংসদকে জানান স্বাস্থ্যমন্ত্রী। আর তার কথা শোনার পরে বিএনপিবিহীন সংসদের অনেক সদস্যকেই হাততালি দিতে দেখা যায়।

জানা গেছে, জরুরি অবস্থায় গ্রেপ্তার খালেদা জিয়ার ছেলে তারেক ২০০৮ সালের সেপ্টেম্বরে মুক্তির পর স্ত্রী-মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। এরপর থেকে তারা লন্ডনেই রয়েছেন। ছুটি নিয়ে লন্ডন যাওয়ার পর কয়েক দফায় ছুটি বাড়িয়ে নিয়েছিলেন জোবাইদা। তবে তার সর্বশেষ আবেদনটি আর গ্রহণ করেনি মন্ত্রণালয়।

সরকারি চাকরিবিধিতে বলা আছে, কেউ পাঁচ বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাকে চাকরিচ্যুত করা যায়।

ওই বিধি অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্রবধূকে চাকরিচ্যুত করা হয়েছে বলে সংসদে এক প্রশ্নের উত্তরে জানান মোহাম্মদ নাসিম।

নৌবাহিনীর সাবেক প্রধান মাহবুব আলী খানের মেয়ে জোবাইদা ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে যোগ দিয়েছিলেন। তারেকের সঙ্গে তার প্রায় দুই দশকের সংসার।

স্বামীর সঙ্গে লন্ডন যাওয়ার সময় শিক্ষা ছুটি নিয়েছিলেন জোবাইদা। পরে তা বাড়িয়ে ২০১১ সালের ১১ অক্টোবর পর্যন্ত করেন তিনি।

স্বামীর চিকিৎসা শেষ না হওয়ার কারণ দেখিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার ছুটি বাড়ানোর আবেদন করেছিলেন জোবাইদা, তবে ওই আবেদনটি ‘যৌক্তিক’ মনে না হওয়ায় ছুটি মঞ্জুর করেনি স্বাস্থ্য মন্ত্রণালয়।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০১, ২০১৪)