পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে বরগুনার পাথরঘাটায়  ঘূর্ণঝড় ইয়াসের তান্ডবে ক্ষতিগ্রস্ত বেড়িবাধ পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার।

পাথরঘাটার সদর ইউনিয়নের সর্ব দক্ষিনে পদ্মা এলাকায় প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধের বর্তমান অবস্থা সচিব স্বচক্ষে দেখেন এবং ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন।

এসময় ওই গ্রামের শত শত বাসিন্দারা ত্রাণ চাইনা টেকসই স্থায়ী বেরিবাধ চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
পরিদর্শনকালে সচিবের সঙ্গে ছিলেন বরগুনা -২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদসহ উপজেলা প্রশাসন থানা পুলিশ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবি এবং বেরিবাঁধ এর আশেপাশের বিভিন্ন বাসিন্দারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করে বলেন বেড়িবাঁধ নির্মাণ হবে। সকল দুর্যোগে সরকার আপনাদের পাশে রয়েছে।

(এটি/এসপি/মে ৩১, ২০২১)