চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ডাকা ধর্মঘটের তৃতীয় দিনে শিক্ষক বাস ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে বাসচালক ও হেলপার আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ছয় শিক্ষার্থীকে আটকের পর দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে একটি শিক্ষক বাস (চট্টমেট্রো-স-১১-০০০২৫) শহরের উদ্দেশে রওয়ানা হয়। বাসটি চৌধুরী হাটে পৌঁছানোর পর ২০-২৫ জন এতে তিনটি ককটেল বিস্ফোরণ ও হামলা চালায়। এতে বাসচালক দোলাল ও হেলপার আনোয়ার আহত হন।

আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাসে হামলা চালানোয় শহরের উদ্দেশে আর কোনো বাস ছেড়ে যায়নি।

বাসচালক দোলাল বলেন, ‘আমি সাড়ে পাঁচটার দিকে শিক্ষকদের আনতে শহরের উদ্দেশে বাসটি নিয়ে রওয়ানা হই। কিন্তু চৌধুরী হাট পৌঁছানোর পর ২০-২৫ জন এসে বাসটি লক্ষ্য করে তিনটি ককটেল ছুড়ে এবং বাসটি ভাঙচুর চালায়।’

এদিকে গত দুইদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে ককটেল বিস্ফোরণ ও শাটল ট্রেনে হামলার ঘটনায় ৬ জনকে আটকের পর দুইজনকে ছেড়ে দেয় পুলিশ।

আটকের পর ছাড়া পাওয়া অর্থনীতি বিভাগের শিক্ষার্থী শাহ্ কামাল বলেন, ‘আমি এএফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী। আমি সকালের নাস্তা খেতে কেন্টিনে গেলে পুলিশ কোনো কারণ ছাড়াই ধরে নিয়ে আসে। পরে আমাকে এবং আবিদকে ছেড়ে দেয়।’

হাটহাজারী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘শিবির সন্দেহে ছয়জনকে আটকের পর দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ছাড়া বাকি চারজন ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।’

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০২, ২০১৪)