রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ৫০ লিটার চোলাই মদসহ পুলিশ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার গোবিন্দকাটি গ্রাম থেকে এ মাদক উদ্ধার ও ব্যবসায়ী গ্রেপ্তারের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম ডিপল সরকার (৩৭)। তিনি কালীগঞ্জ উপজেলার গোবিন্দকাটি গ্রামের শ্যামাপ্রসাদ সরকারের ছেলে।

গোবিন্দকাটি গ্রামের তন্ময় সরকার, নির্মল সরকার, আল মামুন, বিষ্ণুপুরের সঞ্জয় সরদার, সুনীল মণ্ডলসহ কয়েকজন জানান, ডিপলের নেতৃত্বে দীর্ঘদিন ধরে একটি সাংস্কৃতিক গোষ্ঠী নৃত্য পরিবেশন করে আসছে। সে ওই গোষ্ঠীর পরিচালক। এ ছাড়াও সে একজন মুদি ব্যবসায়ী। এসবের আড়ালে ডিপল দীর্ঘদিন ধরে বাড়িতে চোলাই মদ বিক্রি করে আসছে।

গোবিন্দকাটি গ্রামে নিজ বাড়ির পাশে তার চাচাত ভগ্নিপতি প্রশান্ত সরকার দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান হওয়ার সুবাদে সে কোন পরোয়া না করেই পুলিশের চোখে ধুলো দিয়ে বাড়িতে বানিয়ে চোলাই মদের ব্যবসা চালিয়ে আসছিলো। তার কাছে গোবিন্দকাটি ছাড়াও বিষ্ণুপুর, বাঁশতলা, নীলকণ্ঠপুর, সোনাতলা এলাকার উঠতি বয়সের ছেলেরা নেশা করতে আসতো। ফলে যুব সমাজ মাদকাসক্ত হয়ে ধ্বংসের দিকে চলে যাচ্ছিল।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ডিপলের বাড়ি থেকে দু’টি ড্রামে রাখা ৫০ লিটার চোলাই মদ আটক করে। এ সময় গ্রেপ্তার করা হয় ডিপলকে। এ ঘটনায় সহকারি উপপরিদর্শক জিল্লুর রহমান বাদি হয়ে ডিপলের নাম উল্লেখ করে বুধবার থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

(আরকে/এসপি/জুন ০২, ২০২১)