মোঃ শান্ত, (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন যথাযথ সমযে কিনা তা অনিশ্চিত। কারো ভাবনাও নেই নির্বাচন নিয়ে। 

আজ বুধবার (২ জুন) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মেয়র পদে নির্বাচন করার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিলেন কামরুল ইসলাম বাবু ওরফে আদুরে বাবু।

উক্ত সংবাদ সম্মেলনে বক্তব্যে সম্ভব্য মেয়র প্রার্থী বাবু বলেন, নাসিক ট্রেনের ড্রাইবার হতে আমি এখন থেকেই প্রস্তুত। আওয়ামীলীগের দলীয় প্রতীক ও সমর্থনপাওয়ার প্রত্যাশা নিয়ে আসন্ন নাসিক নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আর যদি দলীয় সমর্থন নাও পাই তবুও আমি আমার এই সিদ্ধান্তে অটল থেকে নির্বাচন থেকে সরে দারাবোনা।

দলীয় কোন পদ-পদবী না থাকা সত্ত্বেও কি করে দলীয় সমর্থন আশা করেন সংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বাবু বলেন, কেন্দ্রীয় সিনিয়ার নেতাদের সঙ্গে অনেক ভালো সম্পর্ক রয়েছে, তাই দলীয় সমর্থন আশা করছি।

উকিলপাড়া এলাকার মো: মনিরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম বাবু। তিনি ঢাকায় থাকেন। ব্যক্তিগত ভাবে যেমন এলাকায় তার কোন পরিচিতি নেই তেমনি ভাবেই দলীয় নেই কোনো পদপদবী। এমন ব্যক্তি মেয়র নিবার্চনের ঘোষনা দেয়ায় শহরে সৃষ্টি হয়েছে কৌতুহল।

স্থানীয় নিবার্চন কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের ডিসেম্বর মাস পর্যন্ত মেয়াদ রয়েছে জনপ্রতিনিধি দের। সেই সুত্রে নির্বাচনের বাকী আছে মাত্র ছয় মাস। তবে বর্তমান করোনা মহামারিতে যথাযথ সময়ে নির্বাচন হবে কিনা তা ও এখনো কেউ নিশ্চিত বলতে পারছে না। মেয়র নির্বাচন করার ইচ্ছা পোষনের আড়ালে বাবু’র কোন রহস্য আছে এমন মতামত পেশ করেন রাজনৈতিক মহল।

(এস/এসপি/জুন ০২, ২০২১)