পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় সরোয়ার (৫৫) নামক এক হরিণ শিকারী কে জবাইকৃত মাংস পাচারের সময় হাতেনাতে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

আটক সরোয়ার এর বাবার নাম মৃত সফিজ উদ্দিন হাওলাদার। পাথরঘাটার বাদুরতলা গ্রামে তাদের বাড়ি।

আজ বৃহস্পতিবার ৩জুন ভোর পাঁচটার দিকে উপজেলার চরদুয়ানী বাজারের দক্ষিণদিকে সেলিমের স'মিল সংলগ্ন চরদুয়ানী খলিফার হাট রাস্তার উপর থেকে তাকে আটক করে স্থানীয় জনতা। এসময় সরওয়ারের সঙ্গে থাকা ২০কেজি জবাইকৃত হরিণের মাংস জব্দ করাহয়। খবরপেয়ে পাথরঘাটা থানা পুলিশ সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করে আনা জবাইকৃত হরিণের মাংসসহ উক্ত শিকারী কে থানা হেফাজতে নেয় বলে জানা গেছে।

পাথরঘাটা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ওসি বলেন, সুন্দরবন থেকে পাচারকালে জবাইকৃত হরিণের মাংসসহ ১পাচারকারীকে এলাকাবাসী ধরে থানায় খবর দিলে আমরা আসামিসহ হরিণের মাংস জব্দ করে থানায় নিয়ে আসি।

পাথরঘাটা থানার সাব-ইন্সপেক্টর রাজেত আলি জানান, ঘটনার সময় সঙ্গে থাকা আরও ৩ পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়। ওই পাচারকারীদের মধ্যে রয়েছে দ.চরদুয়ানী গ্রামের সোবাহান চৌকিদারের ছেলে সগীর (৪০) এক-ই গ্রামের মৃত তোফেল উদ্দিন এর ছেলে ইউনুছ(৬০) ও ইউনূছের ছেলে ফিরোজ(৪০)। তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রিপোর্ট তৈরি কালে আটক পাচারকারী সরোয়ার সহ জড়িতদের বিরুদ্ধে এবং জব্দকৃত জবাইকৃত হরিণের মাংস গুলোর পরবর্তী আইনি প্রক্রিয়া চলছিল।

(এটি/এসপি/জুন ০৩, ২০২১)