কক্সবাজার প্রতিনিধি : অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনা থেকে ১৬ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আটকদের মধ্যে নৌকার মালিক, মাঝি ও এক দালালও রয়েছেন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।

কক্সবাজার উত্তর নুনিয়াছড়া কোস্টগার্ডের পেটি অফিসার শহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল শহরের বাঁকখালী নদীর মোহনায় অবস্থান নেয়। ওই সময় ছোট নৌকায় করে একদল যাত্রী বঙ্গোপসাগরের গভীরে যাওয়ার সময় তাদের গতিরোধ করে তাদের আটক করা হয়। তারা গভীর সাগরে অপেক্ষমান বড় নৌকায় ওঠার জন্য ছোট নৌকায় করে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি।

শহিদুর রহমান আরও জানান, আটকদের কোস্টগার্ড অফিসে নিয়ে আসা হয়েছে। তাদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

(ওএস/এইচআর/সেপ্টেম্বের ০২, ২০১৪)