গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বাসচাপায় মামুন (৩৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটকের পর ভাঙচুর করেছে।

উপজেলার নয়নপুর এলাকায় মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফলে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।

স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ময়মনসিংহ থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো - গ-১৪-৫৩৫৪) ওই শ্রমিককে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার হোসেন জানান, নিহত মামুন নয়নপুর এলাকার আর এ কে সিরামিক কারখানার সুপারভাইজার পদে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার ডেউয়াখোলা গ্রামের আজিজুল হকের ছেলে।

তিনি জানান, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনগণ বাসটি ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টা করে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

(ওএস/এইচআর/সেপ্টেম্বের ০২, ২০১৪)