স্টাফ রিপোর্টার : গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়সহ ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া মঙ্গলবার অভিযোগ গঠন করে সাক্ষীর জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন।

২০১৩ সালের ৬ মার্চ পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান তাদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

একই বছরের ১৯ মার্চে ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।

এ মামলায় অন্য আসামিরা হলেন- মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, বরকতউল্লা বুলু, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ৪১ জন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বের ০২, ২০১৪)