পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : শনিবার বেলা ১১টার দিকে ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পাথরঘাটার কাকচিড়া মাঝের চর পরিদর্শন করেন বরগুনা-জালকাঠি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুলতানা নাদিরা'র প্রতিনিধি দল। 

এসময় ভেঙ্গে যাওয়া বেরিবাধ মেরামতের জন্য সংসদ সদস্য সুলতানা নাদিরা এমপি’র নির্দেশনার কথা ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানতে পেরে আনন্দিত হন।

সংসদ সদস্যের নির্দেশে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পাথরঘাটার সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান ও কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন পল্টু, পাথরঘাটা উপজেলা যুবলীগ নেতা সফিকুল ইসলাম সোহেল সিকদার, সাইফুল ইসলাম সাকিল, সাইফুল ইসলাম শান্ত, শওকত হাসান রমিম, শাহ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আগামী শুক্রবার থেকে ক্ষতিগ্রস্ত এলাকার বেরিবাদের কাজ শুরু করার কথা রয়েছে বলে জানাগেছে।

উল্লেখ্য, প্রলয়ংকারী ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবের পাঁচ দিনের মাথায় পানিসম্পদ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কবির বিন আনোয়ার পাথরঘাটার দুর্গম জনপদ বঙ্গোপসাগরের মোহনায় পদ্মা এলাকার বেরিবাধ পরিদর্শনে আসছিলেন।

(এটি/এসপি/জুন ০৫, ২০২১)