আমতলী (বরগুনা) প্রতিনিধি : বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে আমতলীতে প্রথম বারের মতো প্রাণি সম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আমতলী উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে ০৫ জুন দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে খামারীগন সকাল ০৯:০০টা থেকে চল্লিশটি স্টলে তাদের উন্নত জাতের গাভী, ষাড়, মহিষ, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, কোয়েল, টার্কি, তিতির, বিভিন্ন প্রজাতির কবুতর প্রদর্শণ করেন।

আমতলী উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা অভিজিত কুমার মোদক এর সঞ্চালনায় প্রাণি সম্পদ প্রদর্শনী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার, আমতলী প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক সৈয়দ নুহু উল আলম নবীন প্রমূখ।

প্রাণি সম্পদ প্রদর্শনী মেলায় আগত দর্শনার্থীদের সিদ্ধ ডিম খাওয়ানো হয়। এছাড়াও দুধ ও ডিমের পুষ্টিমান এবং প্রয়োজনীয়তা সংক্রান্ত লিফলেট বিতরন এবং প্রানি সম্পদের উন্নত জাত ও প্রযুক্তি সম্পর্কে ভিডিও প্রদর্শন ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে খামারীদের উদ্বুদ্ধ ও সচেতন করা হয়। প্রদর্শনীতে আগত খামারীগনের জন্য উন্নত জাতের গাভী থেকে “গাভীর দুধ দোহন” প্রতিযোগিতার আয়োজন করা হয়। খামারীগন মেলায় আগত অতিথিগনের উপস্থিতিতে উন্নত জাতের গাভী থেকে দুধ দোহন করেন। এছাড়াও প্রদর্শনীতে আগত খামারীদের মাঝে কৃমিনাশক ও ভিটামিন ওষুধ বিতরন করা হয়।

বিভিন্ন শ্রেনী পেশার মানুষ, সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং খামারীদের উপস্থিতিতে দিনব্যাপী প্রদর্শনী শেষে ০৫টি ক্যাটাগরীতে পুরস্কার বিতরনের মাধ্যমে এ প্রাণি সম্পদ প্রদর্শনীর সমাপ্তি ঘোষনা করা হয়।

(এন/এসপি/জুন ০৫, ২০২১)