শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরে চার হাত এবং চার পা বিশিষ্ট এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে। জেলার কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের এক দিনমজুর পরিবারে জন্ম হয়েছে, এ শিশুর। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এটি এক বিরল ঘটনা বলে দাবি করছেন চিকিৎসকরা।

শুক্রবার ভোরে এই শিশুর জন্ম হয় বলে রংপুরে চিকিৎসা নিতে আসা শিশুর পিতা জানিয়েছেন।তিনি বলেন, বৃহহস্পতিবার রাতে তার স্ত্রীকে দিনাজপুরের বীরগঞ্জে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে সেখানে তার ছেলের জন্ম হয়।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মহিদুল হাসান মারুফ জানান, “এটি একটি বিরল ঘটনা, যা আগে আমি কখনও দেখিনি। তবে শিশুটি সুস্থ আছে। আমরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। সিনিয়র চিকিৎসকের পরামর্শে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

শিশুটির চার হাত ও চার পা রয়েছে। দিনাজপুরের চিকিৎসকরা শিশুটিকে রংপুর নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাই, শিশুটি নিয়ে গেছেন,পিতা-মাতা।

এরিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি সুস্থ্য ছিলো।

(এস/এসপি/জুন ০৫, ২০২১)