গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধায় মনোয়ার হোসেন নামে আটক এক র‌্যাব কর্মকর্তাকে ধর্ষণ মামলায় জেলা-হাজতে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে তাকে জেলা-হাজতে পাঠানো হয়।

এর আগে সোমবার রাত ১টার দিকে সদরের ঘাগোয়া ইউনিয়নের রুপার বাজার গ্রাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ ও র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা।

উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন খুলনা র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি গাজীপুর জেলা সদরের ছোট দেওয়া এলাকার মকবুল হোসেনের ছেলে।

পুলিশ জানায়, মনোয়ার হোসেন এর আগে ২০১০ সালে ময়মনসিংহে দায়িত্বরত ছিলেন। সে সময় ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিউটের এক ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এসময় বিয়ে করতে চেয়ে শারিরীক সম্পর্কও স্থাপন করে। পরে গা ঢাকা দেয় মনোয়ার।

মনোয়ার বিবাহিত ও তার এক সন্তান থাকার বিষয়টি গোপন রাখায় মনোয়ারের ওপর ক্ষিপ্ত ছিলেন ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যরা।

এদিকে, মোনাহার আবারো তার সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার প্রস্তাব দিলে ওই ছাত্রী তাকে গাইবান্ধার গ্রামের বাড়িতে ডাকে।

সে লক্ষে মনোয়ার হোসেন পাঁচদিনের ছুটি নিয়ে বাড়িতে আসেন। বাড়ি থেকে সোমবার রাত ৮টার দিকে গাইবান্ধা জেলা সদরের ঘাগোয়া ইউনিয়নের রুপারবাজার গ্রামে যান।

রাতে মনোয়ারের সঙ্গে ওই ছাত্রীর বাক-বিতণ্ডার এক পর্যায়ে পরিবারের সদস্যরা তাকে গণপিটুনি দিয়ে আটকে রাখেন।

খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ও র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা তাকে উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানার ওসি রাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৪)