আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে নুরজাহান নদী (১৭) নামের এক নাবালিকা মেয়ের বাল্য বিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিন। নাবালিকা নুরজাহান নদী উপজেলার সান্তাহার পৌর শহর পোস্ট অফিস পাড়ার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। 

সোমবার দুপুরে ওই এলকায় মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে পরিবারের লোকজনের কাছ থেকে লিখিত ভাবে একটি অঙ্গীকার নামা নেওয়া হয়। এতে করে রক্ষা পেল একটি বাল্য বিবাহ।

উপজেলার নির্বাহী অফিসার সীমা শারমীন বলেন, এদিন দুপুরে ওই নাবালিকা মেয়ে নুরজাহান নদীর সাথে এক ব্যক্তির বিয়ের প্রস্তুতি চলছিল। এমন খবর পেয়ে ওই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। এবং পরিবারের লোকজনের কাছ থেকে মেয়ের ১৮ বছর বয়স না হওয়া পযর্ন্ত বিয়ে দিতে পারবে না এ মর্মে একটি মুচলেকা নেওয়া হয়েছে।

(এস/এসপি/জুন ০৭, ২০২১)