হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে মাছ বাজারে ক্রেতা ও বিক্রেতার মধ্যে বাকবিতন্ডার জের ধরে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। সোমবার রাতে শহরের পশ্চিম বাজার এ ঘটনা ঘটে। এ সময় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনার অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, নবীগঞ্জ শহরের পৌর এলাকার তিমিরপুর গ্রামের প্রবাসী হাবিবুর রহমান তালুকদার হাবিবের পুত্র সোহেল আহমদ মাছ কেনার জন্য পশ্চিম বাজারে যান। সেখানে পিরিজপুর গ্রামের মাছ বিক্রেতা সাদ্দাম মিয়ার সাথে তার বাকবিতন্ডা হয়। একপর্যায়ে দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উপস্থিত লোকজন এর ফয়সালা করে দিলে সোহেল বাড়িতে গিয়ে তার বাবাকে ঘটনা অবিহিত করে। মাছ বিক্রেতার হাতে লাঞ্চিত হওয়ার খবর মাইকে জানানো হয়।

খবর পেয়ে পূর্ব ও পশ্চিম তিমিরপুর এবং চরগাঁও গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মাছের বাজারে হামলা, ভাংচুর ও লুটপাট চালায়। এ খবর মৎস্যজীবী সম্প্রদায়ের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে রাজাবাদ, রাজনগর, কানাইপুর এবং হরিপুর গ্রামের লোকজন ঘটনাস্থলে পৌঁছলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শহর রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সংঘর্ষে আহত রাজনগর গ্রামের আকবর আলী, ভারফুল বিবি, শিপন মিয়া, আফাজ উদ্দিন খোকন, আলামীন খান, লিটন মিয়া, নুরুল আমীন, রাজাবাদ গ্রামের ফয়েজ মিয়া, আসাদুল আমীন, হরিপুর গ্রামের আজমত আলী, তিমিরপুর গ্রামের আহমদ, মাসুদ মিয়া, হাবিবুর রহমান, রুবেল, ফয়সল তালুকদার, জাকির আহমদ চৌধুরী, সোহেল তালুকদার, নুরুল হক, রয়েল মিয়া, জলিল মিয়া, চরগাঁও গ্রামের রেজা আহমদ চৌধুরী, জয়নাল আবেদীন, আয়াজ মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।

(পিডিএস/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৪)