নওগাঁ প্রতিনিধি : ধুমপান ও তামাক ব্যবহার নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে প্রয়োজনীয় বিধিমালা প্রনয়নের দাবিতে মঙ্গলবার নওগাঁয় মানববন্ধন পালন করেছে স্থানীয় একটি বেসরকারী সংগঠনের কর্মীরা। সকাল ১০টার দিকে নওগাঁ ডিসি অফিসের সামনে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

তামাক নিয়ন্ত্রণ কোয়ালিশন ও স্থানীয় মানবাধিকার সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)ও উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ’আশ্রয়’ সমাজ কল্যান সংস্থার নির্বাহী ও কোয়ালিশন মেম্বার আলো দাস, এসিডি’র এরিয়া ইনচার্জ তারেক-আর-রহমান ও প্রকল্প সমন্বয়কারী এহসানুল আমিন ইমন। মানববন্ধনে বক্তারা জানান, ২০১৩ সালে জাতীয় সংসদে সংশোধিত আকারে তামাক নিয়ন্ত্রন আইন পাশ হয়। কিন্তু প্রয়োজনীয় বিধিমালা না থাকায় সেই আইন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। এর ফলে তামাকের ব্যবহার আশংকাজনকভাবে বাড়ছে। প্রতিদিন বাংলাদেশে ধুমপান ও তামাক ব্যবহার জনিত অসুখে ১৫৬ জন লোক মৃত্যুবরন করছে।

(বিএম/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৪)