কুমিল্লা প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুমিল্লা উত্তর জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মো. খোরশেদ আলমসহ চান্দিনা উপজেলার ৬ বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।

মঙ্গলবার বিকেলে দলের যুগ্ম মহাসচিব দফতরের দায়িত্বপ্রাপ্ত এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের বহিষ্কারের খবর জানান হয়।

সাময়িক বহিস্কৃত অন্যরা হলেন চান্দিনা পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭নং ওয়াড বিএনপি সভাপতি শহীদুল ইসলাম, চান্দিনা পৌর যুবদল সাধারণ সম্পাদক হাজী মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি কামাল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপি সভাপতি মেজবাহ্ উদ্দিন বাবুল।

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদেরকে সাময়িক বহিস্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

উল্লেখ্য, ২৭ আগষ্ট চান্দিনায় উত্তর জেলা ২০ দলীয় জোটের সভায় এলডিপি নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদের গাড়ি ভাংচুর করে উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম সমর্থকরা।

(এইচবিজে/এইচআর/সেপ্টেম্বের ০৩, ২০১৪)