সাতক্ষীরা প্রতিনিধি : মাদকের আসর থেকে এক মক্ষীরানিসহ চার মাদকসেবীকে আট বোতল ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাদেরকে সাতক্ষীরার ভোমরা বন্দরের লাল্টু ভবন থেকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদরের তালতলা এলাকার জালালউদ্দিনের মেয়ে ও সাতক্ষীরার মক্ষীরানী হিসেবে পরিচিতি নাসরিন আক্তার সুমি (২৬), একই উপজেলার মিলবাজারের আব্দুল হামিদের ছেলে সাঈদুর রহমান, হাড়দ্দহ গ্রামের রহিম বক্সের ছেলে আজাহারুল ইসলাম ও লক্ষীদাড়ি গ্রামের শেখ শাজাহান আলীর ছেলে আল আমিন।

এদিকে মক্ষীরানী সুমি ও ভারতীয় নাগরিক সাতক্ষীরা সদর থানার কমপক্ষে ছয়টি চাঁদাবাজি, ডাকাতি, হত্যার চেষ্টা ও মাদক মামলার এজাহারভুক্ত আসামী আজাহারুলকে ছাড়িয়ে নেওয়ার জন্য মঙ্গলবার রাত থেকে একটি বিশেষ মহল মোটা অংকের টাকা নিয়ে পুলিশের কাছে দেন দরবার শুরু করেছে।

সাতক্ষীরা সদর থানার কর্তব্যরত অফিসার আব্দুল হালিম জানান, এক মক্ষীরানীকে নিয়ে ভোমরা বন্দরের লাল্টুর ভবনে কয়েকজন দুষ্কৃতি জমজমাট মাদকের আসর বসিয়েছে মর্মে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা খবর পান। এরই ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম হোসেনের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় আট বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

(আরকে/এইচআর/সেপ্টেম্বের ০৩, ২০১৪)