বরিশাল প্রতিনিধি : কীর্তনখোলা নদীর অব্যাহত ভাঙ্গন থেকে বসত বাড়ি, স্থাপনা, ফসলী জমি রক্ষার দাবীতে মানবন্ধন করেছে চরবাড়িয়া ইউনিয়নের বাসিন্দারা। বুধবার সকাল দশটা থেকে ঘন্টব্যাপী এই কর্মসূচিতে শত শত বাসিন্দা অংশ নেন।

চরবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহ আলমের সভাপতিত্বে বেলতলায় মানবন্ধনকালে বক্তারা বলেন, পাঁচ দশক ধরে কীর্তনখোলার ভাঙ্গনে শত শত পরিবার নিঃস্ব হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে ধর্না দিয়েও আজ পর্যন্ত কোন সুরাহা হয়নি। ভাঙ্গন রোধে নেয়া হয়নি কোন কার্যকর পদক্ষেপ। তাই শিগিরই কীর্তনখোলার ভাঙ্গনরোধে স্থায়ী পদক্ষেপ নেওয়া না হলে নদী অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা হুসিয়ারী উচ্চারণ করেন।

এখানে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, নারী ভাইস চেয়ারম্যান রেহেনা বেগমসহ অন্যরা। একই সময় উত্তর লামচরি এলাকায় মানবন্ধন করেন স্থানীয় জনতা।

(বিএস/এইচআর/সেপ্টেম্বর ০৩, ২০১৪)