ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : অপরাধ দমনে ও আইন শৃংখলা রক্ষায় ভূমিকা রাখার জন্য ঈশ্বরদীর পাঁচ পুলিশ কর্মকর্তা পুরস্কার পেয়েছেন। পাবনা জেলা পুলিশ মে মাসে সংঘটিত বিভিন্ন অপরাধ ও আইন শৃংখলা বিষয়ে পর্যালোচনা করে জেলার মধ্যে ঈশ্বরদীর ৫ জনকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেনে।

গত রবিবার (১৩ জুন) পাবনা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত কর্মকর্তাদের হাতে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসারের পুরস্কার পেয়েছেন।

ঈশ্বরদীর অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের পুরস্কারের পাশাপাশি হত্যা রহস্য উদঘাটনে বিশেষ পুরস্কারসহ দুটি পুরস্কার গ্রহন করেন। জেলার শ্রেষ্ঠ এসআই-এর পুরস্কার পেয়েছেন ঈশ্বরদী থানার এস আই নাসির উদ্দিন। ঈশ্বরদীতে কর্মরত এসআই মোহাম্মদ আলী জেলার শ্রেষ্ঠ ডিএসবি অফিসার এবং শ্রেষ্ঠ এএসআই-এর পুরস্কার ও স্মারক সম্মাননা পেয়েছেন ঈশ্বরদী থানার এএসআই আল মামুন সরদার।

(এসকেকে/এসপি/জুন ১৫, ২০২১)