মদন (নেত্রকোনা) প্রতিনিধি : উপজেলা মৎস্যবিভাগের উদ্যোগে হাওরাঞ্চলে মৎস্যচাষ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় বুধবার নেত্রকোণা জেলাধীন মদন উপজেলার তলার হাওরে পোনামাছ মজুদ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ৩শ ৮১কেজি পোনামাছ গ্রহণ ও অবমুক্তি করা হয়। হাওরাঞ্চল মৎস্য চাষ ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী পরিচালক ড: মো: আব্দুস সবুর আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এম এ হারেছ, কৃষিবিদ মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান হোসেন, ভাইস চেয়ারম্যান রুহুল আমিন নেওয়াজী ও নাসরিন আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন, পোনামাছ সরবরাহকারী ঠিকাদার শরিফুল ইসলাম রিপুল, প্রেসক্লাব সভাপতি মোতাহার আলম চৌধুরীসহ এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(এএমএ/এএস/সেপ্টম্বর ০৩, ২০১৪)