স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে নৌ খাতের বিশাল অর্জন হচ্ছে বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাহজাহান খান।

দেশের নদীগুলোকে অশুভ হাত থেকে রক্ষার আহবান জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান এমপি।

বুধবার দুপুর ১২টায় রাজধানীর বিএসসি টাওয়ারে জাতীয় নদী রক্ষা কমিশন কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, সময় এসেছে নদী রক্ষা করার ও তা সংরক্ষণের জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলার।

শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী আহবান জানিয়েছেন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে নদ-নদীকে রক্ষার জন্য কাজ করার।

তিনি বলেন, স্বাধীনতার পর নদীর নাব্যতা রক্ষার জন্য বঙ্গবন্ধুর সরকার ৭টি ড্রেজার ক্রয় করেছিলেন। এর পর কোনো সরকার ড্রেজার ক্রয় করেননি। যে কারণে বাংলাদেশের নদীর নাব্যতা হারালো।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে আজকে নৌ খাতের বিশাল অর্জন হচ্ছে।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু আমাদের দিয়েছেন একটি স্বাধীন মাতৃভুমি আর শেখ হাসিনা দিয়েছেন একটি সমুদ্র সীমানা। যার ফলে এখন আমরা সমুদ্রে অর্থনৈতিক উন্নয়নের সূত্র খুঁজে পেয়েছি।

(ওএস/এটিআর/সেপ্টেম্বর ০৩, ২০১৪)