অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : বরগুনার পাথরঘাটায় ৮০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে ক্ষুদ্র মেরামত কাজ এগিয়ে চলছে। প্রায় প্রতিদিন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা প্রকৌশলীর প্রতিনিধি পর্যবেক্ষণ করছেন একেকটি স্কুল।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৮০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই ক্ষুদ্র মেরামত কাজ এখন দুর্বার গতিতে এগিয়ে চলছে। প্রতিটি বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের জন্য দুই লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই কাজে অনেক শিক্ষক জানিয়েছেন তাদের বরাদ্দের চেয়েও বেশি খরচ হয়ে গেছে। বিদ্যালয় উন্নয়নের কাজের মধ্যে রয়েছে বিদ্যালয় ভবন ভিতর বাহির রং চুনকাম করন, জানালা কপাট মেরামত,বৈদ্যুতিক লাইনের ওয়ারিং, ফ্যান ক্রয়, দরজা-জানালা- কপাট-গ্রীলে রং করা ও মেরামত, টয়লেট মেরামত কোথাও কোথাও নির্মাণ, স্কুলের টেবিল চেয়ার মেরামত, বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয়, স্কুলের মাঠ কিংবা সংযোগ রাস্তা সংস্কার সহ বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ রয়েছে এই তালিকাতে।

ক্ষুদ্র মেরামত কাজ প্রসঙ্গে পাথরঘাটার পূর্ব হাতেমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম বলেন, ২লক্ষ টাকার ক্ষুদ্র মেরামত কাজে আমি অতিরিক্ত টাকা খরচ করে ফেলেছি ।জানিনা আমার সে টাকার কি হবে।

এভাবে অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দুই লাখ টাকার বেশি কাজ করতে দেখা গেছে। হাতে গোনা দু-একটি বিদ্যালয়ে কিছুটা অনিয়ম করেছে বলে অভিযোগ থাকলেও সামগ্রিক কাজের অবস্থা সন্তোষজনক।

পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টি.এম. শাহ আলম বলেন, পাথরঘাটায় ক্ষুদ্র মেরামতকাজ সন্তোষজনক। অন্যান্য উপজেলার তুলনায় পাথরঘাটার ক্ষুদ্র মেরামত কাজে রেকর্ড ভঙ্গ হবে আশা রাখি।

পাথরঘাটা উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার গোলাম হায়দার বলেন, বর্তমানে প্রচন্ড বৃষ্টিপাত চলছে। এ অবস্থার মধ্যেই কর্দমাক্ত হয়ে ভিজে একাকার আমরা। তবুও স্কুলের ক্ষুদ্র মেরামত কাজ দেখতে ছুটে যাই শহরথেকে দূরপাল্লার স্কুলগুলোতে।

(এটি/এসপি/জুন ১৬, ২০২১)