বরগুনা প্রতিনিধি : বুধবার থেকে বরগুনায় শুরু হয়েছে নবস্থাপিত মেশিন রিডেবল আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম।  সকল দুর্নীতি আর অনিয়মের উর্ধ্বে থেকে সর্বস্তরের জনগণের সেবার প্রত্যাশা নিয়ে বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু শামিম আজাদ পাসপোর্ট ফরম পূরনের মধ্য দিয়ে সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এ কার্য্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন, বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সওগাতুল আলম, অতিরিক্ত জেলা মেজিট্রেট মো. হাবিবুর রহমান, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মনোয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পাসপোর্ট বিভাগের উপ-সহকারী পরিচালক মো. মাসুম বিল্লাহ সাংবাদিকদের বলেন, বরগুনা বাসির দীর্ঘদিনের দাবি ছিলো নিজস্ব জেলা সহরে পাসপোর্ট অফিসের। জনকল্লানে যাতে তারা কার্যক্রম চালিয়ে যেতে পারে সে জন্য গনমাধ্যম কর্মীসহ সকলের সহযোগীতা কামনা করেন।

(এমএইচ/এএস/সেপ্টম্বর ০৩, ২০১৪)