চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বোয়াইলমারীতে এক কিশোরী স্কুলছাত্রী তার গর্ভের সন্তানের পিতৃ পরিচয়ের দাবিতে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথড় গ্রামের ইন্তাজ আলী মন্ডলের ছেলে মানিক মন্ডল (২০) একই ইউনিয়নের রামনগর ঘাটের চা দোকানীর দোকানে নিয়মিত আড্ডা দিতো। তার মেয়ে বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী (১৪) তার বাবা জালালকে দোকানের কাজে সহযোগিতা করতো। এরই সূত্র ধরে মানিকের সাথে তার পরিচয় হয়।

এমতাবস্থায় চলতি বছরের ১১ মার্চ রাত ৮টার সময় সে তার বাবার দোকান থেকে বাড়ি ফেরার পথে মানিক ধর্ষণ করে।

পরবর্তীতে তার শারীরিক অবস্থার পরিবর্তন হলে তার বাবা-মা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে জানায়। তার পেটের সন্তানের বাবা মানিক মন্ডল।

বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গ্রাম্য প্রধানদের জানালে তারা স্কুলছাত্রীর সাথে মানিককে বিয়ে দেবার কথা বললে মানিক এ বিয়েতে অস্বীকৃতি জানায় এবং ঐ মেয়ের পেটের সন্তান তার নয় বলে দাবি করেন।

গ্রামে বিচার না পেয়ে মেয়েটির পিতা জালাল মন্ডল বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধনী/৩) আইনের ৯ (১) ধারায় মানিক মন্ডলকে আসামী করে মামলা করেন। মামলা নং ১।

এ ব্যাপারে চাটমোহর থানা অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার জানান, মামলা গ্রহনের পর থেকেই আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে

(এসএইচএম/এএস/সেপ্টম্বর ০৩, ২০১৪)