মাদারীপুর প্রতিনিধি : “শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরে ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বকেয়া প্রশিক্ষণের ভাতা প্রদানের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বৃহস্পতিবার বেলা ১২টায় শহরের চরমুগরিয়া এলাকার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট এর সামনে মানববন্ধন করেন পিটিআই এর ৪৫৬ জন প্রশিক্ষণার্থী।

মানববন্ধনে মো. আমিনুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহমান বাচ্চু, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মাদারীপুর সদর উপজেলা কমিটির যুগ্ন সম্পাদক আল মাসুদ আলম সুমন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মাদারীপুর সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুবেল হাওলাদার, শিক্ষক গোলাম মাওলা, দেবাশীস রায়, দুলাল হোসেন, মুক্তি আক্তার, আতিকুর রহমান, হাফিজ, সমশের সরদার প্রমুখ।

মানববন্ধন শেষে মাদারীপুর পিটিআই এর সুপারিনটেনডেন্ট মো. আতোয়ার রহমান বিশ্বাস এর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।

(এ/এসপি/জুন ১৭, ২০২১)