সিরাজগঞ্জ প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের সাথে বর্তমান সরকার তিস্তা পানি চুক্তি করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দাবি করে বলেছেন, নতজানু ও তাবেদার এই সকারের কিছু কিছু আশা করা যায় না। তাই তাদের আর ক্ষমতায় থাকার অধিকার নাই। অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বর্তমান সরকারকে বাধ্য করা হবে। এ জন্য তিনি সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

বিএনপির উদ্যোগে তিস্তা ব্যারেজ অভিমুখে লংমার্চের প্রথম দিনে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় সিরাজগঞ্জের কড্ডায় এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা বিএনর সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকুর সভাপতিত্বে এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এদিকে এই পথসভায় জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ অভিযোগ করেন, পুলিশ বাহিনীর সদস্যরা পথসভার মঞ্চ থেকে বিএনপির ব্যানার খুলে ফেলে এবং পথসভা করতে বাঁধা দেয়। এ ছাড়া বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীদের হয়রানীর অভিযোগও করেন তিনি। পরে লংমার্চটি বগুড়ার উদ্দেশে যাত্রা করে।

(এসএস/এএস/এপ্রিল ২২, ২০১৪)