মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জের ফতুল্লা খিল মার্কেট এলাকায় জঘন্যতম জোড়া খুন মামলার অন্যতম আসামি শহীদ হোসেনকে গ্রেফতার করেছে পিবিআই। 

গ্রেফতার কৃত আসামী শহীদ ১ নং বাবুরাইল শেষ মাথা এলাকার খোকা মিয়ার ছেলে।

আজ শুক্রবার (১৮ই জুন) তারিখে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে এবং সঠিক দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাকিল হোসেন এবং সহযোগী এসআই মাজহারুল ইসলাম তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সোর্স নিয়োগ করে উক্ত আসামি শহীদ কে মুন্সিগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল কোড়েরপাড় এলাকা হতে গ্রেপ্তার করে।

উল্লেখ্য যে গত ১৩ই অক্টোবর ২০১৭ইং তারিখে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন খিল মার্কেট এলাকায় দুজন নিরঅপরাধ ব্যক্তি মিল্টন এবং পারভেজ কে প্রকাশ্যে দিনে দুপুরে একটি রিকশার গ্যারেজ এর ভিতরে ২৫/৩০ জন আসামি প্রত্যক্ষভাবে কিলিং মিশনে অংশগ্রহণ করে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে এবং আলামত নষ্ট করার জন্য রিকশার গ্যারেজে আগুন ধরিয়ে দেয়।

উক্ত মামলাটি প্রথমে নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক তদন্তধীন অবস্থায় পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশক্রমে মামলাটি পিবিআই নারায়ণগঞ্জ জেলায় তদন্তধীন রয়েছে। এই মামলায় মাহবুব নামের একজন আসামী পূর্বেই ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে । সেই জবানবন্দির পেক্ষিতে অন্যতম আসামি শহীদ ওই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করে ঘটনার পর থেকেই সে পলাতক থাকাকালে পিবিআই নারায়ণগঞ্জ জেলা কর্তিৃক উক্ত আসামিকে গ্রেপ্তারে বারবার অভিযান পরিচালনা করা হয় এবং দ্রুর্ত আসামি ঘন ঘন স্থান পরিবর্তন করায় তাকে গ্রেপ্তার করা সহজ ছিলো না।

বর্তমানে গ্রেফতারকৃত আসামি শহীদকে জিজ্ঞাসাবাদের জন্য পিবিআই নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে রাখা হয়েছে।

(এস/এসপি/জুন ১৮, ২০২১)