এমডি অভি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়েছে র‌্যাব-১১। অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বিকি চন্দ্র দাস (৩০), শ্রী হিরা (২৫) , শ্রী নাথ (২৫)।

গত ১৭ জুন রাত ৮ টায় সদর মডেল থানার টান বাজার এলাকার নাহিদ দাস (৪০) এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এসময় ৪৭ লিটার দেশীয় বাংলা মদ, ৫০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রয়ের নগদ ৯ হাজার ১শত ৮১ টাকা উদ্ধার করা হয় ।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার(সিপিএসসি আদমজীনগর) মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, গ্রেফতারকৃত আসামীদের বাড়ী নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন টান বাজার সিটি কলোনী এলাকায়। তারা দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জ শহর হতে নিষিদ্ধ মাদকদ্রব্য দেশীয় বাংলা মদ ও গাঁজা ক্রয় করে মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় নিষিদ্ধ মাদকদ্রব্য দেশীয় বাংলা মদ ও গাঁজা বিক্রয় ও সরবরাহ করে আসছিল। নিষিদ্ধ মাদকের আখড়া বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদেরকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রমের জন্য হস্তান্তর করা হয়েছে।

(এ/এসপি/জুন ১৮, ২০২১)