পাথরঘাটা (বরগুন) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় ১ টি হরিণের চামড়া ও‌ ২৪ কেজি মাংস সহ হরিন শিকারের ফাঁদ উদ্ধার করেছে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হরিনঘাটা খাল সংলগ্ন এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হরিণঘাটা খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ হরিণের চামড়া, ২৪ কেজি হরিণের মাংসসহ ১৫০ মিটার হরিণ ধরার ফাঁদ জব্দ করতে সক্ষম হন বলে জানান।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।‌ যেকারনে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের চামড়া, মাংস ও হরিণ ধরার ফাঁদ বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

(এটি/এসপি/জুন ১৯, ২০২১)