দিলীপ চন্দ, ফরিদপুর : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন বাড়ি পাচ্ছে ফরিদপুরের ১৫৭২টি গৃহহীন পরিবার।

শনিবার দুপুর ১২ টায় ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রেস ব্রিফিংএ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ কথা জানানো হয়।

জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তসলিমা আলী (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম মোল্লা, পুলিশ সুপার আলিমুজ্জামান বিপিএম, উপজেলা নির্বাহি অফিসার মাসুম রেজা, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমূখ।

সভায় জানানো হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে দ্বিতীয় পর্যায়ে ৫৩ হাজার ৩০৪ টি ঘর গৃহহীন পরিবারের মধ্যে ২শতাংশ জমি সহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করার সম্মতি জ্ঞাপন করেছেন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে এই প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম পর্যায়ে ৬৯৯০৪ ভূমিহীন পরিবারের মধ্যে গৃহ প্রদান করেছেন। ডিসেম্বর ২০২১এর মধ্যে আরো এক লক্ষ গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করার পরিকল্পনা রয়েছে।

এরমধ্যে ফরিদপুর জেলার নয়টি উপজেলায় আশ্রায়ন ২ প্রকল্প হতে দ্বিতীয় পর্যায়ে পনেরশো ৭২ টি পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কবুলীয়ত সহ জমির খতিয়ান প্রদানে সনদসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

১৫৭২ টি পরিবারের মধ্যে ফরিদপুর সদর ১৫৩, সদরপুরে ৩৭০ সালথায় ২০০ মধুখালী ৪০ আলফাডাঙ্গা ২৩০ বোয়ালমারী ১৩০ নগরকান্দায় ১১০ চরভদ্রাসন ২০০ এবং ভাঙ্গা উপজেলায় ১৩৯ টির গৃহ বরাদ্দ প্রদান করা হবে। আলফাডাঙ্গা উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের জন্য স্বপ্ননগর নামে নতুন একটা গ্রাম সৃজন করা হয়েছে । ফরিদপুরে প্রথম পর্যায়ে ২০৩৫ গৃহহীন পরিবারের মধ্যে গৃহ প্রদান করা হয়েছে জেলার প্রথম ও দ্বিতীয় পর্যায়ে এ পর্যন্ত মোট ৩৬১০৭ পরিবারকে ২ শতাংশ জমিসহ নতুন বাড়ি প্রদান করা হয়।

ভূমিহীন ও গৃহহীন পরিবার যারা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করবেন তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানসহ সকল প্রকারের সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক উপজেলায় অধিকাংশ ক্ষেত্রে ‌ ঘরগুলোকে স্থানীয় গ্রোথ সেন্টারে নিকটবর্তী স্থানে স্থাপন করা হয়েছে। প্রয়োজনে বিদ্যুৎ সুবিধা ও বিশুদ্ধ খাবার পানি উপজেলা প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

এ মহৎ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে ফরিদপুর জেলায় তালিকাভুক্ত সকল পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহ নির্মাণ করে দেয়া হবে যার ফলশ্রুতিতে ফরিদপুরে একটি পরিবারও গৃহহীন থাকবে না, গৃহ নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য স্থানীয় মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যসহ জেলা পরিষদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

(ডিসি/এসপি/জুন ১৯, ২০২১)