অমল তালুকদার, পাথরঘাটা (বরগুনা) : ২১ জুনের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র আর প্রভাব-পেশীশক্তি সবকিছুর ব্যবহার হচ্ছে পাথরঘাটার ৩টি ইউপি নির্বাচনে। 

৩টি ইউনিয়নের মধ্যে ৬নং কাকচিড়া এবং ৭নং কাঠালতলীতে নৌকার সমার্থক এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে চলছে হামলা পাল্টা হামলার ঘটনা। ইতিমধ্যে অস্ত্র সহ ১জনকে ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠিয়েছেন আদালতের বিচারক। এছাড়াও দেশীয় অস্ত্র 'দা'রাম'দায়ের ঝনঝনানী তো চলছেই।

ইতিমধ্যে কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার সমার্থক আজিম হোসেন(৪৫) নামের ১ ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ আটক করে পুলিশ। আটক আজিম কাকচিড়া এলাকার আলতাফ হোসেনের ছেলে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৌকা মার্কার জনসভার কাছাকাছি শর্টগান নিয়ে ঘোরাফেরা করার সময় আজিমকে আটক করে পুলিশ।

নৌকা মনোনীত প্রার্থী আলাউদ্দিন পল্টুর সমর্থকদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র রামদা, রড এসব দিয়ে হামলা চালিয়ে জখম করার অভিযোগ করেছেন প্রতিপক্ষ স্বতন্ত্র ঘোড়া মার্কার প্রার্থী শাহজাহান পহলানের ছেলে বাপ্পি।
হামলায়,নাঈম(৩০)ফোরকান(২৫)কামাল(৩৫)জাফর(৫০) সহ ৮/৯ জন রক্তাক্ত জখম হয়েছে বলেও তারা জানায়।

অপরদিকে ৭ন কাঠালতলী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী এড.শহিদ এর প্রচারমাইক ভেঙ্গে তার লোকজনদের মারধরের অভিযোগ করা হয়েছে বর্তমান চেয়ারম্যান এবং নৌকা মার্কার প্রার্থী শহিদুল ইসলামের লোকজনের বিরুদ্ধে। ওইঘটনায় আহত ৩জনের চিকিৎসা চলছে।

এদিকে ৫ ন কালমেঘা ইউনিয়নে তেমন কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

৩ ইউনিয়নের মধ্যে সবচেয়ে উত্তেজনা বিরাজ করছে কাকচিড়া ইউনিয়নে। এখানকার আওয়ামী লীগের প্রার্থী আলাউদ্দিন পল্টু বেশ জনপ্রিয় এবং প্রভাবশালী হওয়ায় কোণঠাসায় রয়েছেন বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শাহজাহান পহলান। আওয়ামীলীগের নৌকার টিকিট না পাওয়ায় তিনি ক্ষুব্ধ হয়ে ঘোড়া মার্কা নিয়ে স্বতন্ত্র হয়ে নির্বাচনে লড়ছেন। শাহজাহান পাহলান যতোটুকু শক্তি সামর্থ্য আছে তা প্রদর্শনের চেষ্টা করবেন যা ঠেকানোর জোর চেষ্টা চালাবেন ক্ষমতাসীন এবং বর্তমান চেয়ারম্যান নৌকা মার্কার প্রার্থী আলাউদ্দিন পল্টু ও তার লোকজন। যে কারণে সংঘর্ষের আশঙ্কা রয়েই যায়।

এদিকে পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার জানিয়েছেন,সব ধরনের অপ্রীতিকর ঘটনা এরাতে সজাগ রয়েছেন তিনি ও তার পুলিশ সদস্যগন। নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ইতিমধ্যেই পুলিশ মোটর বাইক নিয়ে মহড়া দিচ্ছেন এলাকায় এলাকায়।

(এটি/এসপি/জুন ১৯, ২০২১)