ঠাকুরগাঁও প্রতিনিধি : আবশেষে নয়দিন পর ঠাকুরগাঁওয়ে পরিবহন ধর্মঘটের অবসান ঘটল। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মোটর পরিবহন মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

জেলা মোটর পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক হায়দার আলী বাবলু ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসনের আহ্বানে বুধবার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় দীর্ঘ আলোচনার পর মোটর পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের ঘোষিত দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়।

জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— পুলিশ সুপার আব্দুল রহিম শাহ চৌধুরী, পৌর মেয়র এসএমএ মঈন, মোটর পরিবহন মালিক সমিতি ও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

ধর্মঘট তুলে নেওয়ার পর বুধবার সন্ধ্যা ৭টা থেকে সব ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে।

উল্লেখ্য, ভটভটি, নসিমন, থ্রি-হুইলারসহ ‘অবৈধ’ যানবাহন চলাচলের প্রতিবাদে গত ২৫ আগস্ট (মঙ্গলবার) থেকে এই জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়। ঠাকুরগাঁওয়ে বাস-ট্রাক, ট্যাংকলরি পরিবহন মালিক-শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৪, ২০১৪)