কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সংবর্ধনা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় অডিটরিয়ামে এ সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, ভাইস-চেয়ারম্যান বাহাদুর শেখ, মহিলা ভাইস-চেয়ারম্যান শারমিন আক্তার নাসরিন।

প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাদ জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, পোড়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু, বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দার, ইউআরসি’র ইন্সট্রাক্টর মোহাম্মদ ঈশা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম বিশ্বাস।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহিনুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু তালেব, শহিদুল ইসলাম, শামসুজ্জোহা, নিশীত কুমার, শাজাহান রহমান, ইউআরসি’র সহকারী ইন্সট্রাক্টর শাহ আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম সারওয়ার প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন বলেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ন সম্ভব নয়। তাই দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে শিক্ষিত জাতি গঠনের বিকল্প নেই। তিনি শিক্ষিত জাতি গঠনের জন্য শিক্ষকদের আরো আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

(কেকে/এইচআর/সেপ্টেম্বর ০৪, ২০১৪)