নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে রক্ষসী বামনীয়া নদী ভাঙ্গণ থেকে রক্ষায় চর এলাহী-চরনেংটা পানি নিষ্কাশন খালের মধ্যে স্থানীয় অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমে এ বাঁধ নির্মাণ করা হচ্ছে।

উপজেলার চরএলাহী ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ শুরু করেছে স্থানীয় লোকজন।

ফেনীর ছোট নদী-বামনীয়া নদীর অব্যাহত ভাঙ্গণ থেকে রক্ষা সরকারি কোনো সহায়তা না পাওয়ায় নিজ উদ্যোগ ও স্থানীয় অর্থায়নে এলাকাবাসীর সহযোগিতায় জনস্বার্থে এ বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে।

রেড ক্রিসেন্ট ও ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) স্থানীয় কর্মীরা বাঁধ নির্মাণ কাজে অংশ গ্রহণ করেছেন।

বাঁধ নির্মাণ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এর মূল উদ্যোক্তা রেড ক্রিসেন্টের স্থানীয় টিম লিডার মো. আবদুল গণি, রেড ক্রিসেন্টের উপজেলা টিম লিডার মো. ইলিয়াছ মিয়া, ৪নং ওয়ার্ডের ইউপি মেম্বার আবদুল খালেক, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজ মিয়া, সমাজসেবক আমিন উল্যাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাঁধ নির্মাণ উদ্বোধনের সময় ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দা আমিন উল্যাহ বলেন, ‘আমরা সরকারি কোনো ত্রাণ চাই না। আমরা চাই সরকার নদী ভাঙ্গণ কবল থেকে রক্ষার জন্য স্থায়ীভাবে উদ্যোগ গ্রহণ করুক। তবে এ ক্ষেত্রে আমাদের প্রস্তাব হচ্ছে, চরনেংটা হয়ে বামনীয়া নদীর ওপর দিয়ে বাঁধ নির্মাণ (ক্রসড্যাম) করলে ভাঙ্গণ থেকে এলাকাবাসী রক্ষা পাবে।’

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৪, ২০১৪)