কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফের নাফনদীর সীমান্তে বিজিবি ও সার পাচারকারীর মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়েছে। এসময় বিজিবি ২৪ রাউন্ড গুলি বর্ষন করেন। এ ঘটনায় গুলি বৃদ্ধি এক সার পাচারকারী আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে টেকনাফ খারাংখালীর নাফনদীর সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে ৪২ ব্যাটালিয়নের আত্তাধীন ঝিমংখালী বিওপির সুবেদার আবু কালামের নেতৃত্বে বিজিবির সদস্যরা হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী নাফনদী সংলগ্ন বেড়িবাঁধ এলাকা দিয়ে মিয়ানমারের উদ্দেশ্য সার পাচারের সংবাদে জওয়ানেরা ওই এলাকায় অভিযানে গেলে পাচারকারীরা বিজিবি উপস্থিতি টের পেয়ে অস্ত্র, দা, চুরি দিয়ে ১৫/২০ জনের পাচার চক্র সদস্যরা বিজিবির উপর হামলা চালায়।

এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও ২৪ রাউন্ড গুলি ছুড়লে স্থানীয় আনোয়ার হোসেন নামক এক সার পাচারকারী গুলিবিদ্ধ হলে। অন্য পাচারকারীরা পালিয়ে গেলেও গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে ১০ বস্তা ইউরিয়া সার উদ্ধার করে। যার পরিমান ৫০০ কেজি বলে জানায় বিজিবি। এদিকে গুলিবিদ্ধ আনোয়ারকে আহত অবস্থায় টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তার অবস্থা অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে টেকনাফ ৪২ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আবু জার আল জাহিদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সার পাচারকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া চলছে।

(টিটি/এএস/সেপ্টেম্বর ০৪, ২০১৪)