রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরায় ৯২ জনের নমুনা পরিক্ষা করে ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। সনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ। সোমবার সকাল পর্যন্ত একদিনে সাতক্ষীরা মেডিকেল কলেজ  হাসপাতালে  করোনা উপসর্গ নিয়ে  চিকিৎসাধীন অবস্থায় সাতজনের মৃত্যু হয়েছে।   

এদিকে সাতক্ষীরায় সীমিত আকারে শুরু হওয়া সাটডাউনে সোমবার সকাল থেকে বিশেষ কোন প্রভাব পড়েনি জনজীবনে। পুলিশ যথারীতি তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ভারি যানবাহন ছাড়া সবই চলছে স্বাভাবিকভাবে। স্বাস্থ্যবিধি না মেনেই মানুষ চলাফেরা করছে। হাট বাজার করছে। তবে দোকানপাট বন্ধ থাকলেও চুরি করেই চলছে কেনাবেচা। পুলিশের বাধা ও ব্যারিকেডও মানছে না অনেকেই। বিপাকে পড়েছে মোটর চালিত ভ্যান ও রিক্সা চালকসহ খেটে খাওয়া মানুষ।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, বর্তমানে করোনা পজিটিভ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন এবং শহরের কয়েকটি বেসরকারি হাসপাতালে আরও ১৩ জনসহ ৩৯ জন চিকিৎসাধীন রয়েছেন। মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ ২৬ জন ও উপসর্গ নিয়ে ২৪০ জন ও বেসরকারি হাসপাতালে ১১৭ জন উপসর্গ নিয়ে ভর্তি আছেন। এ যাবত করোনায় মৃত্যু হয়েছে ৬৭ জনের।

অপরদিকে করোনা উপসর্গ নিয়ে মারা গেছে মোট ৩২৮ জন। হোম কেয়ারেন্টাইনে আছেন ৮১৪ জন। এখন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮৪৩ জন। এ পর্যন্ত জেলায় ১৩ হাজার ৩১৭টি নমুনা সংগ্রহ করে ১২ হাজার ৬৩৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে পজেটিভ এসেছে তিন হাজার ২৮৮জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৪ জন। মরকারি ও বেসরকারি মিলে হাসপাতালে ভর্তির সংখ্যা ৩৯৬ জন।

অপরদিকে সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান জনসচেতনতা কম থাকায় মানুষ লকডাউন লঙ্ঘন করছে। তবে আইনশৃংখলা বাহিনী জেলার ৭ টি উপজেলায় জনসমাগম ও যানবাহন চলাচল নিয়ন্ত্রনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য পুলিশ বিভিন্ন সড়কে বসিয়েছে ব্যারিকেড।

(আরকে/এসপি/জুন ২৮, ২০২১)