ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে লকডাউন বাস্তবায়নে মাঠে নেমেছে জেলা পুলিশ । সড়ক আর দোকানপাটে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চালিয়ে যাচ্ছে প্রচার-প্রচারণা।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনের নেতৃত্বে পুলিশ জেলা শহরের বিভিন্ন স্থানে প্রচারণায় নামে।

এসময় পথচারীদের মাস্ক পড়া, অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়াসহ বিভিন্ন রকম সচতেনতায় প্রচারণা চালায়। এছাড়া দোকানপাট বন্ধ রাখতে কঠোর হুশিয়ারী করেন পুলিশ সুপার।

ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন,‘করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

প্রসঙ্গত, ঝালকাঠি জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৩৫ জন। গত ২৪ ঘণ্টায় ঝালকাঠিতে করোনা আক্রান্ত হয়েছেন ২০ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১ হাজার ৬৩১জন।

(এস/এসপি/জুন ২৯, ২০২১)