শাহ্ আলম শাহী, দিনাজপুর : ৭ দিনের লকডাউনের প্রথম দিন দিনাজপুরে কঠোর ভাবে পালিত হচ্ছে। আজ সকাল থেকে প্রশাসনের সকল স্তরের কর্মকর্তারা মাঠে রয়েছেন। দোকান পাঠ সবকিছুই বন্ধ রয়েছে। যারা অপ্রয়োজনে বাইরে বের হচ্ছে তাদেরকে জরিমান করা হচ্ছে। সড়কে টহল দিচ্ছে, সেনাবাহিনীর, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ আনসার বাহিনীর সদস্যরা গত ২৪ ঘন্টায় করোনায় দিনাজপুরে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা উপসর্গে আরো ২ জনের মৃত্যু হয়েছে। 

এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যু হয়েছে, ১৭১ জনের। এছাড়াও করোনা উপসর্গ নিয়ে এপর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৩০০ জনের।

বর্তমানে দিনাজপুরে করোনা মহামারিতে রূপ নিয়েছে। বিশেষ করে জেলা সদরের অবস্থা ভয়াবহ। বাডিতে বাডিতে করোনা রোগি। হাসপাতালে ঠাই নেই। রোগী নিয়ে হিমসিম খাচ্ছেন,চিকিৎসক ও সেবকরা। ওষুধের দোকানগুলোতে প্রচন্ড ভীড়। অনেক ওষুধ মিলছেনা। বিশেষ করে বেক্সিমকোর " নাপা"। জেলার কোন ওষুধের দোকান বা ফার্মেসীতে হদিস নেই নাপার। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৯৫ জনের। শনাক্ত হয়েছে ১৫১ জন। শনাক্তের হার ৩৮.২২ শতাংশ।

(এস/এসপি/জুলাই ০১, ২০২১)