মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর উপজেলার থানা সংলগ্ন গোপালগঞ্জ গ্রামের হাওলাদার বাড়ীর পরিত্যাক্ত বাগান থেকে বৃহস্পতিবার সকালে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করে হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কলেজ ছাত্রী মিমি বাগানের পাশ দিয়ে যাবার সময় সাপটিকে দেখতে পায়। বিষয়টি সবাইকে জানালে স্থানীয় কয়েকজন কিশোর সাপকে জাল দিয়ে আটকে রাখে। সাপ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পরলে এক নজর দেখতে আশপাশের এলাকার শত শত উৎসুক জনতা হাওলাদার বাড়ীতে ভীড় জমায়।

সাহসী কিশোর আহাদুল ইসলাম হাওলাদার মিঠুন জানায়, সাপটির খবর পেয়ে আমি কয়েকজন কিশোরকে সাথে নিয়ে জাল দিয়ে ধরে আটকে রাখি। সাপটিকে চিড়িয়াখানায় সংরক্ষণের জন্য দিতে চায়।

রাজৈর থানা তদন্ত কর্মকর্তা আরশেদ আলী জানান, সাপটিকে আমরা উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বন বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তারা এসে নিয়ে যাবে।

(এএসএ/অ/সেপ্টেম্বর ০৪, ২০১৪)