শাহ্ আলম শাহী, দিনাজপুর : জনগণের উপর নতুন কর আরোপ ছাড়াই দিনাজপুরের (হিলি) হাকিমপুর পৌরসভার ২০২১-২২ অর্থবছররে ৩০ কাটি ৯৮ লক্ষ ৩১ হাজার ২"শ ৫১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ শনিবার (৩ জুলাই) দুপুরে পৌরসভা সম্মলন কক্ষে স্বাস্থ্যবিধি মেনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র জামিল হোসন চলন্ত।এসময় পৌরসভার সকল ওর্য়াডর কাউন্সিলার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপিস্থিত ছিলন।

এবার বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে, ১ কাটি ৪৮ লাখ ৩০ হাজার ৯'শ ৪৬ টাকা এবং উন্নয়ন আয় ধরা হয়েছে, ২৯ কাটি ৫০ লক্ষ ৩'শ ৪ টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে, ১ কাটি ৪৫ লক্ষ ২৬ হাজার ৩'শ ৮ টাকা। মোট উন্নয়ন ব্যয় ধরা হয়েছে, ২৯ কাটি ৫০ লক্ষ ৩'শ ৪ টাকা।

হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত জানান, চলতি ২০২১-২২ অর্থবছরের বাজেট এলাকার জনগণর ওপর নতুন করে কোনও কর আরোপ করা হয়নি। নতুন বাজেট হাকিমপুর পৌরসভা হিলি স্থলবন্দরের জলাবদ্ধতা নিরসনের প্রাধান্য দেওয়া হয়েছে।সই দাথে বর্জ ব্যবস্থাপনা নিরসনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

(এস/এসপি/জুলাই ০৩, ২০২১)