বিনোদন ডেস্ক : গত ঈদে ম্যাংগো ফ্রুটি ড্রিংকসের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে আলোচনায় আসেন মডেল কাম অভিনেত্রী পূজা। মাসুদ জাকারিয়ার নির্দেশনায় এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর নায়িকা হিসেবেও চলচ্চিত্রে কাজ করার প্রস্তাব পাচ্ছেন পূজা। কিন্তু পূজার পরিবার আপাতত নায়িকা হিসেবে চলচ্চিত্রে কাজ করার পক্ষপাতী নয়। কারণ পূজা এখন পড়ছেন মাত্র ক্লাস সিক্সে। আরও কয়েকটা বছর যাক। এরপর পূজার পরিবার বিষয়টি ভেবে দেখবে। নায়িকা হিসেবে পূজা অভিনয় না করলেও নায়িকার ছোটবেলার চরিত্রে অভিনয় করে এরই মধ্যে দর্শকের কাছ থেকে ব্যাপক প্রশংসা পেয়েছেন। ইফতেখার চৌধুরী পরিচালিত অগ্নি’ ছবিতে মাহির ছোট্টবেলার চরিত্রে অভিনয় করেছেন। তবে পরিচালক অনন্য মামুন জানান তার নির্দেশিত ‘ব্ল্যাকমেইল’ ছবিতে ববির ছোটবেলার চরিত্রেও অসাধারণ অভিনয় করেছেন পূজা।

গত ঈদে অনন্ত জলিল পরিচালিত ‘মোস্টওয়েলকাম-টু’ ছবিতেও পূজার অনবদ্য অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। ‘ব্ল্যাকমেইল’ ছাড়াও কালাম কায়সারের ‘ভালোবাসতে মন লাগে’ ছবিতেও অভিনয় করেছেন পূজা। শুধু চলচ্চিত্রেই নয় নতুন নতুন বিজ্ঞাপনেও কাজ করছেন পূজা। খুব শীঘ্রই প্রচারে আসবে অমিতাভ রেজার নির্দেশনায় নির্মিত ‘রিন পাউডার’, মাসুদ জাকারিয়া সাবিলের ‘আরএফএল টেবিল’, নাফিজের ‘প্রাণ নুডুলস’ ইত্যাদি। কেমন লাগছে মিডিয়ার কাজ? জবাবে পূজা বলেন, ‘ভীষণ ভালো লাগছে। বিশেষ করে আমার বান্ধবীদের কাছ থেকে যখন উত্সাহ পাই তখন আরও অনুপ্রাণিত হই ভালো ভালো কাজ করার। আমি সবার দোয়া ও সহযোগিতা নিয়ে আগামীর পথে এগিয়ে যেতে চাই।’ শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ ছবিতে পূজা প্রথম অভিনয় করেন। এরপর পূজা একে একে ‘জান তুমি প্রাণ তুমি’, ‘মনের ঘরে বসত করে’, ‘ছোট্ট সংসার’, ‘ডন নাম্বার ওয়ান’, ‘আমার চ্যালেঞ্জ’, ‘সন্তানের মতো সন্তান’, ‘তবুও ভালোবাসি’, ‘মাই নেম ইজ খান’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘নাইওরী’সহ আরও অনেক ছবিতে অভিনয় করেছেন। অমিতাভ রেজার নির্দেশনায় টেলিটক থ্রি জি’র বিজ্ঞাপনে পূজা প্রথম মডেল হিসেবে কাজ করে। এরপর ‘প্রাণ টিফিন কেক’, ‘বাংলাদেশ টুডে’, ‘সেনোরা’সহ আরও বেশ কিছুু বিজ্ঞাপনে কাজ করে খুব অল্প সময়েই আলোচনায় চলে এসেছেন তিনি। জাহিদ হাসানের পরিচালনায় ‘সুইট মানে মিষ্টি’ ধারাবাহিকে পূজা প্রথম অভিনয় করেন।

(ওএস/এইচআর/সেপ্টেম্বর ০৫, ২০১৪)