সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা হাসপাতালে শনিবার  সকাল ১১ টায় "মানুষের তরে আমারা" ফ্রি অক্সিজেন ব্যাংক'র উদ্বোধন করা হয়েছে।

নলতা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম তুফানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডা: আবুল ফজল মাহমুদ বাপী, নলতা হাসপাতাল প্রস্থেটিক এ্যান্ড অর্থোটিক সেন্টারের পরিচালক জসিম উদ্দিন, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ আনিছুজ্জামান খোকন, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন প্রমুখ।
ফ্রি অক্সিজেন ব্যাংক সেবা নেওয়ার জন্য প্রাপ্তি স্থান নলতা হাসপাতাল এবং হটলাইন খাদেমুল ইসলাম তুফান ০১৮২০২০৮৮৯৮, তাজুল ইসলাম ০১৯২৪২১৫৯৩৪, মোস্তাফি সুজন ০১৯২১০০৭০৫৬ নাম্বারে জনানোর জন্য বলা হয়েছে।
বক্তারা বলেন, মহামারি করোনা ভাইরাসের মরণ ছোবলে বিপর্যস্ত। দিন দিন বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যা। এর সাথে যোগ হয়েছে উপসর্গ ও পজিটিভ নিয়ে প্রতিদিন মৃত্যুর সংখ্যা। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেসরকারি হাসপাতালগুলোতে যে শয্যা সংখ্যা রয়েছে তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। তাই গোটা জেলার মত নলতা ইউনিয়নেও বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন অসংখ্য আক্রান্ত মানুষ। যাদের প্রধান সমস্যা হিসেবে দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। এসব রোগীদের শ্বাসকষ্ট দ‚র করতে প্রতিনিয়ত প্রয়োজন হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের। প্রয়োজনের তুলনায় কম অক্সিজেন সিলিন্ডার এবং এর দাম কিছুটা ব্যয়বহুল হওয়ায় সব পরিবারের পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ঠিক এমনই সময় জন্মভ‚মির মানুষের এমন প্রতিক‚ল অবস্থায় পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র ছেলে প্রকৌশলী জিয়াউল হক সুমন ও নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি তারিকুল ইসলাম এবং এলাকার কিছু সহৃদয়বান মানুষের প্রচেষ্টায় প্রথম দিনে ৭ টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে নলতা হাসপাতালে স্থাপন করা হয়েছে “মানুষের তরে আমরা” অক্সিজেন ব্যাংক।

(আরকে/এএস/জুলাই ০৩, ২০২১)