মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জ থেকে হিরোইন ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বলে জানিয়েছে র‍্যাব-১১। গ্রেফতারকৃতরা হলো মোঃ রাসেল (২৮), সঞ্জু দাস (৩৩) এবং অভিনন্দি (২৫)।

আজ রবিবার র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো জসিস উদ্দিন চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান যে, গোপন তথ্যের ভিত্তিতে গতকাল ৩জুন (শনিবার) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন টানবাজার সুইপার কলোনিস্থ হরিজন সমাজ সংঘের সামনে পাকা রাস্তায় পরিচালিত সিপিএসসি এর অভিযানে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহকালে ৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। উক্ত অভিযানে আটককৃত আসামিদের কাছ থেকে ৩৯ পুরিয়া হেরোইন ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত আসামিরা বিভিন্ন জেলার হলেও দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ এর আশপাশের এলাকায় বাড়ি ভাড়া নিয়ে এই অবৈধ মাদকের ব্যবসা পরিচালনা করে আসছিলো বলে অনুসন্ধানে জানা যায়।

র‍্যাবের এ কর্মকতা আরো জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে আটককৃত আসামিরা অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন ও গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহের কাজে জড়িত থাকার কথা স্বীকার করে। আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনআনুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

(এস/এসপি/জুলাই ০৪, ২০২১)