মোঃ শান্ত (নারায়ণগঞ্জ সদর) : নারায়ণগঞ্জের কালির বাজার চারারগোপ এলাকায় দুটি ফলের আড়ৎতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সোমবার (৫ জুলাই) আনুমানিক ১২ টার সময় নারায়ণগঞ্জের সদর উপজেলার চারারপোপ এলাকায় ২টি ফলের দোকানে এই অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সাভির্সের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আমরা ১২ টায় খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ২টি ইউনিট নিয়ে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ অগ্নিকান্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে জানতে পারি প্রায় অর্ধ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। বাকিটা সম্পূর্ণ তদন্ত শেষে বলা যাবে।

নারায়ণগঞ্জ ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতির যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান টুটুল জানান, বিদ্যুতের স্পার্ক থেকে ব্যবসায়ী ওসমান ও দেলোয়ার হোসেনের ফলের আড়ৎতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে কোনো হতাহত হয়নি। আগুন লাগার সাথে সাথে আমরা তাৎক্ষনিক বাজারের সকল লোকজন নিয়ে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করতে থাকি পরে ফায়ার সার্ভিসের লোকেরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। দোকানের মধ্যে থাকা ফল গুলো পুড়ে নষ্ট হয়ে গেছে। এছাড়া নগদ টাকা ছিলো সেগুলো পুরে গেছে। ধারণা করা হচ্ছে প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

(এস/এসপি/জুলাই ০৫, ২০২১)