নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাঁচপুরে আল নূর পেপার মিলে অগ্নিকাণ্ডের ঘটনায় মিলের ৪ জন শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন।

সোমবার (৫ জুলাই) রাতে আনুমানিক ০১ টার দিকে উপজেলার কাঁচপুরে অবস্থিত আল নূর পেপার মিলের মেইন গেটের পাশে নিরাপত্তা কর্মীদের রুমের পাশে থাকা গ্যাসের রাইজার থেকে দ্রুত আগুন ছড়িয়ে পরলে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঢাকায় বঙ্গবন্ধু শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটের বার্ণ ইউনিটে ভর্তির বিষয়টি সকালে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক তানহারুল ইসলাম নিশ্চিত করেন।

আহতরা হলেন- আসাদুজ্জামান (৪০), মোস্তাফিজুর রহমান (৪৫), ফারুক মিয়া (৪৫) ও তৌহিদুল ইসলাম (৪০)। আহতদের মধ্যে আসাদুজ্জামানের ৭৮ শতাংশ, মোস্তাফিজুরের ৬৫ শতাংশ, তৌহিদুলের ৫৫ শতাংশ এবং ফারুক মিয়ার হাত ও পাসহ মুখের বিভিন্ন অংশ পুড়ে গেছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারি পরিচালক তানহারুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছানোর আগেই দগ্ধদের ঢাকায় প্রেরণ করা হয়েছে। গ্যাসের রাইজার থেকেই আগুনের সুত্রপাত। গ্যাস লিকেজ থেকে এমনটা হয়ে থাকতে পারে তবে এখনি নিশ্চিত নয়। আগুনের সুত্রপাত তদন্ত শেষে জানানো যাবে।

(এবি/এসপি/জুলাই ০৫, ২০২১)