অহিদুজ্জামান কাজল, মাদারীপুর : জেলার শিবচরে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলিসহ এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটককৃত সন্ত্রাসী সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে পরিবেশ অস্থিতিশীল করার জন্য অস্ত্র এনেছিল বলে পুলিশের ধারণা। 

শিবচর পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে শিবচরের উত্তর বহেরাতলা ইউনিয়নের গজারিয়া গ্রামে আব্দুর রাজ্জাক শিকদারের বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এসময় আব্দুর রাজ্জাক শিকদারের ছেলে এসএম রিফাত মাহবুব (২৭) পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

এসময় রিফাতের স্বীকারোক্তি মোতাবেক ঘরে তল্লাশি চালিয়ে বিছানার নীচ থেকে লাল রংয়ের শপিং ব্যাগে মোড়ানো একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শিবচরে ১৩ ইউপি নির্বাচন পরবর্তী পরিবেশ অস্থিতিশীল করার জন্য রিফাত মাহবুব বিদেশী পিস্তল ও গুলি এনেছিল বলে পুলিশ ধারণা করছে। আটককৃত রিফাত উত্তর বহেরাতলা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী নূরুল হক শিকদারের ভাতিজা। তার বিরুদ্ধে শিবচর থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের হয়েছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন বলেন, ‘আটককৃত রিফাত উত্তর বহেরাতলা ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী নূরুল হক শিকদারের ভাতিজা। সে অস্ত্রটি নির্বাচনের আগে থেকেই তার কাছে রেখেছিল বলে জানিয়েছে। ধারণা করা হচ্ছে নির্বাচনে কোন ধরণের নাশকতার পরিকল্পনা করেই অস্ত্রটি সে এনেছিল।’

(ওকে/এসপি/জুলাই ০৬, ২০২১)