হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বুড়িনাও গ্রামে এক কলেজ ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে মুহিদ মিয়া (২০) নামে এক বখাটেকে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হক এই দন্ডাদেশ দেন। দন্ডিত মুহিদ মিয়া বুড়িনাও গ্রামের কাজল মিয়ার ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, বখাটে মুহিদ মিয়া প্রায়ই রাগীর রাবেয়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে উত্যক্ত করতো। এ ব্যাপারে ওই ছাত্রীর পিতা বাধ্য হয়ে মুহিদ মিয়ার পিতার কাছে বিচার দিলে মুহিদ আরো ক্ষিপ্ত হয়ে উঠে। শুক্রবার সকাল সাড়ে ১১টায় কলেজে প্রাইভেট পড়া শেষে বাড়ি যাওয়ার পথে ওই ছাত্রীকে বুড়িনাও গ্রামের দরগাটিলা নামক স্থানে পৌছামাত্র মুহিদ মিয়া ও তার এক সহযোগী মিলে তার মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাঁশঝাড়ের ভেতরে নিয়ে যায়। ছাত্রীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে মুহিদ মিয়াকে আটক করে।

খবর পেয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হক গোপলার বাজার পুলিশ ফাড়ির এসআই কামালকে বখাটে মুহিদকে আটকের নির্দেশ দেন। পরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হক ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আদালতে শ্লীলতাহানীর চেষ্টার অপরাধে দন্ডবিধির ৩৫৪ ধারায় মুহিদ মিয়াকে উল্লেখিত দন্ডাদেশ দেয়া হয়। শুক্রবার বিকেলেই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


(পিডিএস/এটিআর/সেপ্টেম্বর ০৫, ২০১৪)