চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে ট্রেনের টিকিট কালোবাজারী মামলার এজহারভূক্ত আসামী চাটমোহর স্টেশনের বুকিং সহকারি শরীফ হোসেন কে গ্রেফতার করেছে সিরাজগঞ্জ জিআরপি থানা পুলিশ।
 

তার বিরুদ্ধে সিরাজগঞ্জ জিআরপি থানায় একটি কালোবাজারীর মামলা রয়েছে।

সিরাজগঞ্জ জিআরপি থানার এসআই হায়দার আলী সঙ্গীয় ফোর্স নিয়ে চাটমোহর রেলস্টেশন অফিস থেকে ডিউটি পালন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেফতার করে নিয়ে যান।

জিআরপি পুলিশ জানায়, গত ৩১ জুলাই সিরাজগঞ্জ উল্লাপাড়া স্টেশনে টিকিট কালোবাজারী করার অপরাধে ২ জন কালোবাজারীকে আটক করে স্টেশনের নিরাপত্তা কর্মীরা। তাদেরই স্বীকারোক্তিতে উল্লাপাড়া স্টেশন বুকং সহকারি রোকনুজ্জামান ও চাটমোহর স্টেশনের বুকিং সহকারি শরীফের নাম উঠে আসে।
পুলিশ আরও জানায়, টিকিট কালোবাজারী মামলায় শরীফ এজহারভুক্ত আসামী। তাকে টিকিট কালোবাজারী আইনের ২৫/১ ধারায় গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়।

একই মামলায় সিরাজগঞ্জ উল্লাপাড়া স্টেশনের বুকিং সহকারি রোকনুজ্জামানের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমান হওয়ায় তাকে পঞ্চিমাঞ্চল রেলওয়ে বিভাগ থেকে বহিস্কার করেছে বলেও জানা গেছে।

(এসএইচএম/এটিআর/সেপ্টম্বর ০৫, ২০১৪)